সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড

0
978

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় আরও শনাক্ত হয়েছে ৩৮৯ জনের। যা এক দিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার ল্যাবে ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.১৪ শতাংশ।

এ বিভাগে এখন পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। আর মারা গেছেন ৫০৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here