ঢাকার সাভারে ভাড়া বাসার এক কক্ষে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছেন স্বামী ও স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দম্পতিরা হলেন, শাহিন মিয়া ও তানজিলা বেগম।
শনিবার (৩ জুলাই) বিকেল ৩টায় আশুলিয়ার জিরাবো এলাকায় ঘটনাস্থল সাইদুর দেওয়ানের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, “শনিবার মধ্যরাতে ওই বাড়ির একটি কক্ষে আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের শরীরের ৬০-৬৫ শতাংশ পুড়ে গেছে।
এসআই ফজর আলী আরো বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা চুলার গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।”