সাকিবকে আবেগী বিদায় দিল কলকাতা নাইট রাইডার্স

0
1365

দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু মহামারি করোনার কারণে এবার টুর্নামেন্টের মাঝপথেই বিদায় দিতে হলো তাকে।

এবারের আইপিএলে কেকেআরের হয়ে প্রথম ৩টি ম্যাচে খেলেন সাকিব। বল হাতে খারাপ করেননি। কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থতায় একাদশে জায়গা হারিয়ে ফেলেছিলেন তিনি। পরের চার ম্যাচে সাকিবের বদলে ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিনকে একাদশে খেলায় কেকেআর। নারিন ব্যাট হাতে দেন আরও বড় ব্যর্থতার পরিচয়। চার ম্যাচে দুই শূন্যসহ করেন মাত্র ১০ রান।

সাকিবের তাই একাদশে ফিরে আসাটা অনুমিতই ছিল। এমন সময়ে হঠাৎ বন্ধ হয়ে যায় আইপিএল। ঘরের ছেলেকে তাই বিদায় বলতেই হলো ফ্র্যাঞ্চাইজিটিকে।

বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রেখেছেন সাকিব। সঙ্গে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতানো তার জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমানও।

প্রসঙ্গত, করোনার বাধায় মঙ্গলবার স্থগিতই হয়ে গেছে আইপিএলের এবারের আসর। ২৯টি ম্যাচ খেলা হয়েছে, বাকি আরও ৩১টি।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here