চুনারুঘাটে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

0
1024

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলা চালিয়ে শিপন মিয়া নামের মাদক মামলার এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চিমটিবিলখাস গ্রামের বাসিন্দা মামদ আলী, ইমান আলী, রেজিয়া খাতুন, জেসমিন আক্তার, হেনা আক্তার, রফিকুল ইসলাম ও নাজমা আক্তার।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বৃহস্পতিবার (৬ মে) এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলে উপজেলার চিমটিবিলখাস নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার এসআই আশিকুর রহমান বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। সন্ধ্যায় তাদেরকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here