শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার

0
1628

মহামারি করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে শুরু হওয়া অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার।

শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ ও ধারাবাহিক মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে এই তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

অফিস আদেশে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দেয়া এবং জমা নেয়া অ্যানাইনমেন্ট সংক্রান্ত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আঞ্চলিক উপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের কাছ থেকে এই তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কতজন অংশ নেবে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও সপ্তাহে মোট কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করছে, কতজন জমা দিয়েছে, কতজন জমা দেয়নি তা উল্লেখ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here