মহামারি করোনার সংক্রমণ রোধে শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে আগামী ১ জুলাই মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১১ এলাকায় লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘লকডাউনের সময় শুধুমাত্র আইন-শৃঙ্খলা, কৃষি উপকরণ, প্রয়োজনী দ্রব্য ও জরুরী সেবা ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক ও লরি এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
তিনি আরও বলেন, ‘জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে ঘোষণাকৃত সরকারি সব আদেশ বলবৎ থাকবে।