শান্তর পারফরম্যান্স আউট অব দ্য বক্স: সুজন

0
1009
najmul hossain shanto khaled mahmud sujon Bangladesh Cricketer News Hunter News Hunter 24 Bangla news

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় পর গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রায় সব জায়গায় সমালোচনার শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২ ফিফটিসহ ১৮০ রান করে গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্টের নবম সেরা ব্যাটার হয়েছেন তিনি।

এবার শান্তর হয়ে সব সমালোচনার জবাব দিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরও ও যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে প্রেসার ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।

আরও পড়ুন: লজ্জার হার নিয়ে দেশের পথে টাইগাররা

সেমিতে যেতে না পারলেও বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে মোটেও হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে তিনি বলেন, প্রতিটি ম্যাচেই আমাদের ইমপ্রুভমেন্ট ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।

নিউজ হান্টার/জেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here