লজ্জার হার নিয়ে দেশের পথে টাইগাররা

0
930
Team Tigers Bangladesh Cricket Team News Hunter News Hunter 24 Bangla news

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তান ম্যাচে জয় পেলে সোমবার (৭ নভেম্বর) সকালে সিডনির বিমান ধরতো টাইগাররা। কিন্তু সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশ দলের। সেমিতে যাওয়ার সুযোগ হাতছাড়া করে সকালে অ্যাডিলেট থেকে ঢাকার বিমানে চেপেছে টাইগাররা।

তবে বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে মোটেও হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। শেষ দুই ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও আসর জুড়ে উন্নতির ছাপ দেখছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ

সেমিতে না যাওয়ার হতাশা সঙ্গী হলেও এই দলেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই আমাদের ইমপ্রুভমেন্ট ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।

প্রসঙ্গত, দেশে ফিরছেন না তিন ক্রিকেটার। এর মধ্যে সাকিব আল হাসান যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন ছুটি কাটাবেন অস্ট্রেলিয়ায়।

নিউজ হান্টার/জেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here