সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারনে তার বিস্তার রোধে সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহযোগী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।
তিনি বলেন, ‘সোমবার থেকে ৭ দিন কঠোর লকডাউন ও বিধিনিষেধ চলবে। এরপর প্রয়োজন মনে করলে বিধিনিষেধের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে। মানুষ যাতে বিধিনিষেধ মানে, সেজন্য কাজ করবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।’
প্রজ্ঞাপন জারির বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি হবে এবং যদি সম্ভব হয় তাহলে আগামীকালই (শনিবার)। প্রজ্ঞাপনের মতো কিছু জরুরি কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।
মন্ত্রী আরও জানান এবারের লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।