রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

0
115

যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ অনুমতি দিয়েছে। প্রায় ৩ বছর ধরে চলা এ যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন। যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো।

আগামী কয়েকদিনের ভেতর হামলা চালানো হতে পারে বলে সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে হোয়াট হাউজের একটি সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here