ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

0
117
israeli attacks on palestinian people newshunter24 bd news hunter

গত ২৪ ঘণ্টার গাজায় ইসরায়েলিদের বর্বর হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে, মুখোশধারী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা বেইত ফুরিক গ্রামে হামলা চালিয়ে এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।

এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।

আরও পড়ুন: পরীক্ষায় ফেল করায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরি হামলা, নিহত ৮

এদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি হামলার কারণে সপ্তাহব্যাপী জ্বালানি ঘাটতিতে প্রায় ১২ লাখ বাসিন্দা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here