গত ২৪ ঘণ্টার গাজায় ইসরায়েলিদের বর্বর হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে, মুখোশধারী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা বেইত ফুরিক গ্রামে হামলা চালিয়ে এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।
এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।
আরও পড়ুন: পরীক্ষায় ফেল করায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরি হামলা, নিহত ৮
এদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি হামলার কারণে সপ্তাহব্যাপী জ্বালানি ঘাটতিতে প্রায় ১২ লাখ বাসিন্দা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।