১৫ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। প্রতিবারের মতো এবারও শাকিবের সিনেমা মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খানের সাবেক স্ত্রী ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।
এক ওয়েডিং ফেস্টিভ্যালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপু বলেন, ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে।
আরও পড়ুন: আসিফের গানের মডেল ভাইরাল সিঁথি
প্রসঙ্গত, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।