রাতারাতি দুধের নদীতে পরিণত হলো দুলাইস নদী

0
1482

যুক্তরাজ্যের দেশ ওয়েলসের কার্মারথেনশিয়ার কাউন্টির ছোট্ট গ্রাম লানওয়ার্ডা রয়েছে দুলাইস নামের এক মনোরম নদী। সেই দুলাইস নদীর পানির রং রাতারাতি বদলে পরিণত হলো ‘দুধের নদীতে’!

জানা যায়, কিছুদিন আগে প্রায় ২৮ হাজার লিটার দুধভর্তি দশাসই ট্যাঙ্কার টাল সামলাতে না পেরে নদীতে পড়ে যায়। যার জেরে দুধের ধারা মিশে গিয়ে নদীর একাংশের জলস্রোত সাদা হয়ে গিয়েছে।

এদিকে দেখলে মনে হচ্ছে ঘন দুধ পর্বতের খাত ধরে বয়ে চলেছে। অদ্ভুত এই দৃশ্য ইতোমধ্যে সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

জানা যায়, যাত্রাপথে হঠাৎ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় এমনটা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে লানওয়ার্ডার স্থানীয় প্রশাসন।

এদিকে এ ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন অনেক পরিবেশবিদ। এক পরিবেশবিদ উইল মিলার্ড বলেছেন, প্রতিদিন আমরা যে দুধ খাই সেটা আমাদের পুষ্টির অন্যতম উৎস হতে পারে। কিন্তু তারই একটা সামান্য অংশ জঙ্গলের পরিবেশ ধ্বংস করার পক্ষে যথেষ্ট।

পরিবেশবিদের ব্যাখ্যা, দুধ নদীর জটিল জৈবজীবনের পক্ষে ক্ষতিকারক। এর ফলে খাদ্যশৃঙ্খল ভেঙে যায়। সেই শৃঙ্খলের একটি স্তর নড়ে গেলে গোটা ব্যবস্থা ধ্বংস হতে পারে। নদীর বাস্তুতন্ত্র অত্যন্ত স্পর্শকাতর। একে পুরোপুরি মুছে ফেলাটাও অসম্ভব কিছু নয়।

তবে নদীর কোনো মাছ এখনও পর্যন্ত মারা যায়নি বলে জানিয়েছেন দেশটির স্থানীয় মৎস্য অধিদপ্তর।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here