ভারতের চলমান বিধানসভার চতুর্থ দফার নির্বাচনের আগে ফেঁসে গেলেন ভারতের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
নির্বাচন উপলক্ষ্যে রোড শো ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল উত্তেজনা। এতে যোগ দেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীরও। কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে এ রোড শোটি বাতিল হয়ে যায়।
এদিকে, বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমের পর্ণশ্রী থানায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে এ এফআইআর দায়ের করা হয়।
আর ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাধা পেয়ে মেজাজ হারালেন শ্রাবন্তী। অভিযোগ, আগেই সুবিধা অ্যাপে এদিনের রোড শোয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছিল।
কিন্তু ইচ্ছাকৃতভাবেই বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।
পুলিশের দাবি, অশান্তি এড়ানোসহ একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিনা অনুমতিতে ভোট প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
আর এতেই ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এনএইচ২৪/জেএস/২০২১