রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকা ৯ বছরের এক মাদরাসাছাত্রকে বলৎকারের অভিযোগে সোমবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে জাবেদ আহমেদ নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ২৮ জুন সকাল ৯টার দিকে শিশুটি মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পথে এক লোক তাকে কামারপাড়ার স্থানীয় হাবিবুর রহমানের ৫তলা বাড়ির ৪র্থ তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করে ওই লোক।
শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এরপর তুরাগ থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে শিশুর বাবা।
সোমবার (৫ জুলাই) সকালে শিশুটি বাসার সামনে খেলছিল। এসময় ওই লোক তাদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় শিশুটি তাকে চিনে ফেলে এবং পরিবারকে জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জাবেদকে গ্রেফতার করে।