কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিকশা চালুর দাবি

0
1126

সম্প্রতি সমহামারি করোনার সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদের নেতারা।

সোমবার (৫ জুলাই) সংগঠনের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর ফালা, মো. গোলাপ হোসেন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা আছে, দেশে সাম্প্রতিক সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টসহ বিভিন্ন ধরনের করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ কার্যকর রয়েছে।

২৮ জুন থেকে সিএনজি অটোরিকশা সরকার সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে। এতে শুধুমাত্র ঢাকা মেট্রোতেই প্রায় ১ লাখ চালক বেকার হয়ে পড়েছেন। চালকরা দিন আনে দিন খায়। তাও আবার অর্ধাহারে-অনাহারে থাকে। এক্ষেত্রে সরকারেরও কোনো কার্যকর আর্থিক প্রণোদনা নেই।

সরকার যদি এবারও কঠোর স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে সিএনজি অটোরিকশা চালানোর অনুমোতি দেয় তাহলে জনগণ যেমন সেবা পাবে অসহায় সিএনজি চালকরাও তেমনি পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here