মে মাসের পর যুক্তরাষ্ট্রে টানা তিনদিন করোনা শনাক্তে রেকর্ড

0
1039

মে মাসের পর এই প্রথমবার টানা তিনদিন ২০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যেসব রাজ্যে কম ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানে দ্রুত করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

গত এক সপ্তাহের গড় পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতিদিন গড় আক্রান্তের হার ৪৭ শতাংশের ওপরে এবং হাসপাতালে নতুন রোগী ভর্তি বেড়েছে ১১ শতাংশ। নতুন শনাক্তের ৯৩ শতাংশই পাওয়া যাচ্ছে যেসব এলাকায় ৪০ শতাংশের কম ভ্যাকসিন দেয়া হয়েছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড পেভেনশন (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনেস্কি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, মৃতদের মধ্যে ৯৯.৫ শতাংশই হচ্ছে যারা ভ্যাকসিন নেয়নি। তাই সাধারণভাবেই দেখা যাচ্ছে যেখানে ভ্যাকসিনের কাভারেজ কম সেখানে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যাও বেশি।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৯৬ শতাংশই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে। রাজ্যটির দক্ষিণ-পশ্চিামাংশে করোনা আক্রান্তের হার বাড়ছে ভয়ানকভাবে। কর্তৃপক্ষ এ রাজ্যটিকে করোনার নতুন হটস্পট মনে করছে।

মিসৌরির সাথে সাথে আরকানসাসের কেন্দ্র এবং উত্তর-পশ্চিমাংশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা । পরপর তিনদিন এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এ রাজ্যে। এসব রাজ্যে করোনা নিয়ন্ত্রণে বিশেষ টিম পাঠানোরও ঘোষণা দিয়েছে আমেরিকা সরকার।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১১১ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ২২ হাজার ৮২১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৯৩০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here