গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

0
1218

গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে শনিবার (১০ জুলাই) রাতে মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ জুলাই) বিকালে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো: মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েক মাস ধরে জেলা শহরে বেশি কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হলে মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

পরে নড়াইল জেলার লোহাগড়া থানার মোচরা পূর্বপাড়া থেকে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল এলাকায় অভিযান চালিয়ে অপর সদস্য শিবলু মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যা বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি ও শিবলু মোল্যা এসব মোটর সাইবেল কেনার কথা স্বীকার করেছেন। আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। আসামীদের নামে গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

যটিকা অভিযান। নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইলের গোবরা বাজার, বিছালী বাজার, আগদিয়া বাজার ও নলদীরচর বড়ঘাট এলাকায় সরকারের চলমান লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় অপরাধীদের দণ্ড প্রদান করা হয়। যারা মাস্ক পরিধান করেননি তাদের মাঝে জেলা প্রশাসন, পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here