রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে সুরাওগুলোতে সীমিত পরিসরে কঠোর নজরদারির মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় সুরাওতে স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
একই সময়ে সীমিত পরিসরে নামাজ আদায় করেন পুচং এর সুরাও আন নুর তাকওয়া ও টিটিওয়াংসার সুরাও বায়তুল মোকাররমসহ বেশকিছু স্থানে।
তবে বেশিরভাগ প্রবাসি এবার নামাজ আদায় করতে পারেননি। ঘরবন্দি সময় কাটিয়েছেন।