মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরও ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২০১ জনের।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৩৯২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
এদিকে, সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৯২৪টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছেন।