এবার করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড পরিচালক ও অভিনেতা লোলিত বহেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১।
তিনি অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন। গত সপ্তাহে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার হৃদরোগের সমস্যা ছিল।
কোভিড আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। শুক্রবার (২৩ এপ্রিল) দিল্লির অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লোলিত এর ছেলে পরিচালক কানু বহেল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শুক্রবার বিকেলে বাবার মৃত্যু হয়েছে। তার হৃদরোগের সমস্যা ছিল এবং এর ওপর আবার কোভিড। তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল, তাছাড়া আরও অন্যান্য সমস্যা থাকায় শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিল।
এনএইচ২৪/জেএস/২০২১