মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮৩ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাড়াল ১০ হাজার ৯৫২ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন।
আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১