মারা গেছেন চট্টগ্রামের প্রবীণ কবি-সাংবাদিক অরুন দাশগুপ্ত

0
346

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রামের সাহিত্য ও সাংবাদিক মহলে অতি সুপরিচিত মুখ, প্রবীণ কবি ও সাংবাদিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক অরুন দাশগুপ্ত।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

কবি-সাংবাদিক অরুন দাশগুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার স্বজন বিশ্বজিত গুপ্ত জানান, অরুন অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামে সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ তিনি চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here