মান্দা উপজেলার আসন্ন ১০নং নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফ্ফর হোসেন প্রাং শুক্রবার (১৬ জুলাই) বিকালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন।
তিনি মান্দা উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের বারিল্যা দক্ষীন পাড়া গ্রামে ১৫০ জন ও দক্ষীন নুরুল্যাবাদ গ্রামের অসহায় ও দুস্থ ৫০ জন মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।
মোজাফফর হোসেন প্রাং বলেন, দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাস মোকাবেলায়, সুরক্ষীত থাকতে গিয়ে মানুষ নিজ নিজ ঘরে কর্মহীন হয়ে পরেছে। সামনে পবিত্র ঈদ উল ফিতর ঈদের এই খুশীতে কেউ নতুন কাপড় পড়বে আর কেউ পড়তে পারবে না এটা আসলেই কষ্টের। তাই আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ব্যক্তিগত ক্ষুদ্র এই প্রয়াস।