মাদারীপুরে যুবককে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

0
336

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে শনিবার (১৭ জুলাই) সকালে সোহাগ তালুকদার নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামসুল হক তালুকদারের সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার আহাদ মোল্লার দ্বন্দ্ব ছিলো। তারই জের ধরে সকালে লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

এই ঘটনায় নিহতের বাবা সামসুল হক তালুকদার বাদী হয়ে ৫ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা করেছে। ঘটনার পরই মামলার প্রধান আসামি আহাদ মোল্লাকে লাইসেন্স করা বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ইতোমধ্যে আমরা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here