মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৩০ জনের।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম শনিবার (১৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৩জন, লালমনিরহাটের ২ জন, পঞ্চগড়ের ২ জনসহ দিনাজপুর ও গাইবান্ধার ১ জন করে রয়েছেন।
একই সময়ে বিভাগে ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৭১ জন, রংপুরের ১০৮ জন, ঠাকুরগাঁওয়ের ১০ জন, নীলফামারীর ৭ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ২৭ ও লালমনিরহাটের ২ জন রয়েছে। আক্রান্তের হার ২৮.১১ শতাংশ।
বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৫ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৮ জন, রংপুরে ১৪৭ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৪ জন, নীলফামারীতে ৫১ জন, লালমনিরহাটে ৪৫ জন, কুড়িগ্রামে ৩৮ জন, পঞ্চগড়ে ৩৭ জন ও গাইবান্ধার ৩৫ জন রয়েছেন।