বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনা এবং খবরের শিরোনামে থাকেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সাংসদ নুসরাত জাহান।
সম্প্রতি টলিপাড়ায় জোর গুঞ্জন— মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানান তিনি।
তবে এই গুঞ্জনের মাঝেই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নুসরাত।
এতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ছবির পাশে ইংরেজিতে একটি বাক্য লেখা, যার অর্থ, ‘তোমার মতো বেড়ে ওঠো।’
নুসরাতের এই পোস্ট তার মা হওয়ার গুঞ্জনটি আরও উসকে দিয়েছে। নেটিজেনদের ধারণা, অনাগত সন্তানকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।
এনএইচ২৪/জেএস/২০২১