নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
শনিবার (৫ জুন) সকালে শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি মিজানুর রহমান লিটন ও ডেইরী মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চলানা করেন প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসমিয়া রহমান।
প্রদর্শনীতে ২৯টি স্টল স্থান পায়। স্টলগুলোতে গাভী,ষাঁড়, উন্নতজাতের ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ছাড়াও সৌখিন পশুপাখি প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠানে স্টলে অংশগ্রহনকারী শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এনএইচ২৪/জেএস/২০২১