ভারতের জম্মুতে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

0
1056

ভারত অধিকৃত জম্মুতে স্থানীয় সময় রোববার ভোররাতে বিমান বাহিনীর ঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ৫ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে।

জম্মু ও কাশ্মিরের পুলিশ দাবি করেছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবা এই হামলা চালিয়েছে। (খবর-এনডিটিভি অনলাইন)

জানা যায়, রোববার স্থানীয় সময় ভোররাত ২টার কিছুক্ষণ আগে পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে বিমানবন্দরটিতে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথম বিস্ফোরণটি রাত ১টা ৩৭ মিনিটে এবং দ্বিতীয় বিস্ফোরণটি রাত ১টা ৪৩ মিনিটে ঘটেছে।

প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।বিমান বাহিনীর ২ সদস্য হামলায় আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here