নড়াইলে ১৫২ নমুনা পরীক্ষায় ৫৮ জন করোনা শনাক্ত

0
1063

কঠোর লকডাউনের ঘোষণায় নড়াইলের বাজার গুলোতে জনসাধারণের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছেন ইচ্ছামত।

এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে সাত দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন, আজ রবিবার শেষ দিন হলেও সরকারি ভাবে আবারো লকডাউন ঘোষণা রয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রবিবার করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৮.১৫ শতাংশ ।

গত ২৪ ঘন্টায় ১৫২ নমুনা পরীক্ষায় ৫৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। zএরমধ্যে সদর উপজেলায় ৩৯ জন, লোহাগড়ায় একজন এবং কালিয়া উপজেলায় ১৮ জন আক্রান্ত হয়েছে। এদিকে মৃত্য হয়েছে লোহাগড়ায় একজন এবং কালিয়া উপজেলায় তিনজন।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৪০ জন। জেলায় এ পর্যন্ত হাজার ৫২৪ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে এক হাজার ৩৬৩ জন, লোহাগড়ায় ৮৭৯ জন ও কালিয়ায় ২৮২ জনের করোনা পজেটিভ।

এ পর্যন্ত সুস্থ হয়েছে এক হাজার ৯৭৮ জন সুস্থ হয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করায় শনিবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৬ জনকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here