দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে শহিদুল ইসলাম (৪২) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত্যুবরনকারী শহিদুল ইসলাম জেলার চিরিরবন্দর উপজেলার বেলতলি এলাকার মোজাফ্ফর হোসেনের পুত্র।
খনির শ্রমিক সাইফুল ইসলাম ও বেলাল হোসেন জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। দুপুর আড়াইটায় অসুস্থ হয়ে পড়লে খনির কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্সের জন্যে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা কোন কর্ণপাত করেননি।
এরপর শ্রমিকরা খনির বাহির থেকে একটি অটোরিক্সা নিয়ে খনিতে ঢুকতে চাইলে কর্তৃপক্ষের বাঁধা দেয়। এভাবে সময় ক্ষেপন করায় নিরাপত্তা কর্মী শহিদুল ইসলামের মৃত্যু হয়। এমনকি ভ্যানগাড়ি নিয়ে আসার চেষ্টা করলেও খনির নিরাপত্তা ব্যবস্থাপক সৈয়দ হাছান ইমাম সেই ভ্যান খনির অভ্যান্তরে প্রবেশ করতে দেয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন।
পরবর্তীতে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলে তার আগে শহিদুল ইসলাম মারা যায়। এতে করে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ কারনে খনি শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা ঘটনা তদন্ত করে বিচারের দাবী জানান। অন্যথায় শ্রমিক ধর্মঘট করার হুসিয়ারী দেন।
এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।