রংপুরের মিঠাপুকুরের মহাসড়কের বলদীপুকুর নামক স্থানে রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায়, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদীপুকুর নামক স্থানে এলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাক্ষৎণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
মিঠাপুকুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, ‘আমরা খবর পেয় সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’