বিশ্বে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু হার

0
1067

সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলছে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (২ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৫৯ হাজার ৫৪৪ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২ জনের। সুস্থ হয়েছেন ১৫ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here