গাইবান্ধায় ৩৩ কেভি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

0
1193

গাইবান্ধায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ফয়সাল মামুন (৩১) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মামুন রাতে মোবাইলে কথা বলতে বলতে পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা ভবনে ওঠেন। সেখানে হঠাৎ করে তার পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার শরীরে আগুন লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক ইনচার্জ (টিআই) নূর আলম সিদ্দিক। তিনি বলেন, মামুন দিনাজপুর সদরের বাসিন্দা। ২০১৭ সালে ট্রাফিক সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগদান করেন। করোনাকালীন সম্মুখযোদ্ধা হিসেবে তিনি দুই বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার আড়াই মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here