বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩২৪ জনের মৃত্যু

0
1413

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, করোনা শনাক্তের পর সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জন। মোট শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জনের।সুস্থ হয়েছেন ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩২৪ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২৬ হাজার ১৭৬ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জন মানুষ মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here