কুমিল্লার বুড়িচং এ আগুনে পুড়ে গেছে ৫টি বাস

0
1381

রোববার (১১ জুলাই) বিকেলে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার এলাকায় নিমসার ফিলিং স্টেশনের পাশে রাখা বাসে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লকডাউনে চলাচল বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের অদূরে এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা ছিল। রোববার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। পরে দ্রুত পাশের বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের দুটি ও চান্দিনার দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শরফুদ্দীন জানান, ৪ টি ইউনিটের ১ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here