টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি

0
1022

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ হয়েছে রোববার (৬ নভেম্বর) ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচের মধ্য দিয়ে।

এরই মধ্যে শুক্রবার (৪ নভেম্বর) প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের ১ নম্বর গ্রুপে সবকটি ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। এছাড়া বিদায়ী ম্যাচে শনিবার (৫ নভেম্বর) শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমির টিকিট পেয়েছেন ইংলিশরা।

অন্যদিকে সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আর দিনের শেষে জিম্বাবুয়েকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত।

আরও পড়ুনঃ লজ্জার হার নিয়ে দেশের পথে টাইগাররা

সুপার টুয়েলভের লড়াই শেষে এখন চলবে ৪ দলের হাড্ডাহাড্ডি লড়াই। সেখান থেকেই জয়ী দুই দল খেলবে ফাইনালে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময়সূচি।

প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ৯ নভেম্বর, সিডনি।
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ভারত, ১০ নভেম্বর, অ্যাডিলেড।
ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, ১৩ নভেম্বর, মেলবোর্ন।

নিউজ হান্টার/জেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here