বগুড়ার সদর উপজেলার ভবের বাজার এলাকায় বুধবার (২৮ জুলাই) জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, সন্ধ্যার পরে ওই এলাকায় জুয়ার আসর বসায় অভিযুক্তরা। খবর পেয়ে অভিযান চালানো হয়।
এসময় তাদের কাছ থেকে ছয়টি মুঠোফোন, ১১টি সিম ও নগদ ২২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৯ জুলাই) সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।