বৈরী আবহাওয়ায়র কারনে র্দীঘ ৩ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টার পুন:রায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে সাতটি ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন ও ২ শতাধিক যাত্রী পারাপারের অপেক্ষায় আছেন।
তিনি আরও জানান, সকাল থেকে থেমে থেমে ফেরি চলাচল করছিল। নদীতে স্রোত ও বাতাস বেড়ে যাওয়ায় দুপুর ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। আবহাওয়া অনুকূলে আসায় বিকেল ৩টায় ফেরি চলাচল শুরু করা হয়।