বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

0
361

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে জমি চাষ করার সময় মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টায় বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন।

নিহতরা হলেন বীরপলি গ্রামের আব্দুস সামাদ ও তার ছেলে হাবিবুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বাবা-ছেলে ধানের জমি প্রস্তুত করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here