করোনায় মারা গেছেন ইবি অধ্যাপক

0
319

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ক্যাম্পাসস্থ বাসায় সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে নিজ বাসায় চিকিৎসা নেন। পরে সপরিবারে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে পরিবারের বাকি সদস্যরা সুস্থ হলেও তার অবস্থা অবনতি হওয়ায় প্রথমে আইসিইউতে এবং পরে গত ২৫ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (২৭ জুলাই) জানাজা শেষে নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here