প্রায় ৩ মাস পর সালমনের বাগান বাড়ি ছাড়লেন জ্যাকলিন ফার্নান্দেজ!

0
1731

প্রায় ৩ মাস পর সালমন খানের বাগান বাড়ি থেকে বের হলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। আজ মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এই খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কাছের এক বন্ধুর ডাকেই সালমনের বাগান বাড়ি থেকে বের হন জ্যাকলিন। লকডাউনের মধ্যে জ্যাকলিনের ওই বন্ধু মুম্বাইতে একা পড়ে যান। তাকে সাহায্য করতেই মুম্বাইতে ফেরেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের আগে সালমানের বোন অর্পিতা খান শর্মার ছেলে আয়ুশের জন্মদিন উপলক্ষে সালমনের সঙ্গে তার বাগান বাড়ি পানভেল ফারমহাউসে যান জ্যাকলিন। এসবের মধ্যে লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেখান থেকে আর বের হতে পারেননি জ্যাকি।

ফলে পানভেলের বাগান বাড়িতে বসেই সালমনের সঙ্গে মিউজিক ভিডিওর শ্যুটও করেন জ্যাকলিন। প্রায় তিন মাস খান পরিবারের সঙ্গে কাটিয়ে অবশেষ মুম্বাইতে ফিরেছেন জ্যাকলিন।

উল্লেখ্য, সালমান ও জ্যাকলিন এর আগে কিক ও রেস-থ্রি নামক দুটি সিনেমায় একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here