২০২০ সালের জানুয়ারির পর থেকে প্রায় দেড় বছরে মালয়েশিয়ায় পাচারের শিকার হওয়া ৮২৯ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশের বিশেষ বিভাগ সিআইডি। এ ধরনের মামলায় জড়িত সন্দেহে ৩৫৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত দেশব্যাপী ১৯০টি অভিযান চালিয়ে পাচারের শিকার সন্দেহে মোট ৮২৯ জনকে পুলিশ উদ্ধার করেছে এবং অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিয়েছে।
এছাড়া গত বছর ১৪৬টি অভিযানে ৫৯৯ জনকে এবং চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পরিচালিত ৪৪টি অভিযানে ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।