পূজা দিয়ে বিতর্কে সাইফকন্যা সারা আলী খান

0
1302

খবরের শিরোনাম যেন সব বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং এর কন্যা সারার দখলে। সব সময়ই কোন না কোন কারণে থাকছেন খবরের শিরেনামে আর সৃষ্টি করছেন নতুন নতুন সব বির্তক।

এবার তেমনি এক বির্তকের মুখে সারা। রোববার (১১ জুলাই) আসামের কামাখ‌্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মালম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দি হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়—সাদা রঙের কুর্তি-পাজামা পরেছেন সারা আলী খান। আর তার গলায় ঝুলছে আসামের বিখ্যাত ও পারম্পরিক পোশাক গামছা। ক‌্যাপশনে লিখেছেন—‘কামাখ‌্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’

সারা আলী খানের এসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর নেটিজেনদের অনেকে কুৎসিত আক্রমণ করছেন, অনেকে সাইফকন‌্যাকে ভালোবাসা জানিয়েছেন। কেউ কেউ সারা আলী খানের ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here