রাজধানীর ভাটারায় জাল টাকা তৈরির কারখানায় সোমবার (১২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার জাল নোটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকেই জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে সঙ্ঘবদ্ধ জাল টাকা তৈরির চক্রের সদস্যরা অবস্থান করছিলেন।
কোরবানির ঈদকে সামনে রেখে ওই টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিলো তাদের। এ বিষয়ে পড়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।