বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সকলের প্রিয় ও প্রশংসিত এ অভিনেতা মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুর যান। সেখানের নব-নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন এ অভিনেতা। স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একজন চৌকষ অফিসার, অত্যন্ত দক্ষ, মেধাবী, আমার দীর্ঘদিনের পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, মোহাম্মদ সাঈদুর রহমান সম্প্রতি পুলিশ সুপার পিরোজপুর হিসেবে যোগদান করেছেন।
পুলিশ সুপার পিরোজপুর হিসেবে যোগদানের পর আমার প্রথম পিরোজপুরে আসা। আজকে পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে দুইজনের ফুলের শুভেচ্ছা বিনিময়। আশাকরি আপনার মত সৎ ও নীতিবান মানুষের হাতে পিরোজপুরের মানুষ নিরাপদ থাকবে এবং সর্বোচ্চ সেবা পাবে। আপনার জন্য শুভ কামনা সব সময়।