পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি মুলাডুলি ঈক্ষু খামারের কাছে রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, একটি প্রাইভেটকার দাশুড়িয়া থেকে বনপাড়ার দিকে যাওয়ার সময় মুলাডুলি ঈক্ষু খামারের কাছে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ধাক্কায় লাগলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী খোকন বিশ্বাসের মৃত্যু হয়। আহত ৩ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত ভ্যানযাত্রীর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।