কঠোর বিধিনিষেধের লকডাউন লালমনিরহাটে

0
971

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ চলবে শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (২ জুলাই) রাত ১২টা পর্যন্ত।

আজ লকডাউনের দ্বিতীয় দিনেও প্রথমদিনের মতো শহরে প্রবেশের ৭টি সড়ক বন্ধ রয়েছে।

এর আগে লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু হার বাড়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর স্বাক্ষরিত জারি করা বিধিনিষেধে বলা হয়, লালমনিরহাট সদর পৌরসভা এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here