মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে সরকার। কিন্তু দিনের বেলায় অ্যাম্বুলেন্স পারাপারে দুটি ফেরি পন্টুনে নোঙ্গর করে রাখা হয়েছে।
রোববার (৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান নৌরুটে বন্ধ ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন পারাপারে ফেরি রয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাকগুলো সন্ধ্যার পর পার করা হবে।
এনএইচ২৪/জেএস/২০২১