পাকিস্তানে শুরু হচ্ছে করোনার চতুর্থ ঢেউ

0
756

সারাবিশোব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান।

সম্প্রতি দেশটিতে করোনার ৪র্থ সংক্রমণ শুরু হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন দেশেটির করোনা প্রতিরোধে গঠিত পাকিস্তানের সরকারি কমিটি এনসিওসি (ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার)-এর প্রধান আসাদ ওমর।

শুক্রবার এক টুইটে ওমর বলেন, ‘দু’সপ্তাহ আগে আমি টুইট করেছিলাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলসমূহ পাকিস্তানে করোনার ৪র্থ ঢেউ আগমণের সংকেত দিচ্ছে। এখন দেখা যাচ্ছে, সেই সংকেত ভুল ছিল না। দেশে করোনার ৪র্থ ঢেউয়ের সব লক্ষণ দেখা যাচ্ছে।

পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বহার লক্ষ্য করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here